জাতীয়সংস্কৃতিসারাদেশ

“অহংকার পতনের মূল”

“অহংকার পতনের মূল”

মোঃ আদিল মাহমুদ

অহংকার জীবনের, প্রথম আধার,
অংশীদার থাকবেনা,মটকাবে ঘাড়।
অকল্পনীয় পন্থায়, খাবে তুমি মার,
অকর্মার অহংকার, দেহে আনে ভার।
অকুস্থলে অহংকারী, থাকে সর্বক্ষণ,
অক্রম পন্থায় চলে, অগ্রে বিচরণ।
অক্লীবের আত্মশ্লাঘা, থাকে না পাবন,
অক্লিন্ন থাকবে, যেথা চির বরণ।
অগ্নিকর্ম মন যার, থাকে বেশি গর্ব,
অগ্রগণ্য ওনি, যার শান্ত অবয়ব।
অগ্নিদাহ দম্ভপূর্ণ, জানে শুধু রব,
অগ্রসূচনা উদ্বত, আনে শুধু যব।
অঘ্রাণে দর্পকারীর, সর্বস্ব খোয়াব,
অঘোষিত ভদ্রলোকে,নাহি কোন ভাব।

“চতুর্দশ পদি কবিতা”
লেখক: পরশুরাম মডেল থানা, ফেনী জেলা।

Comment here