এক্সক্লুসিভশিক্ষা ও ধর্মসংস্কৃতিসারাদেশ

আদিল মাহমুদের কবিতাঃ “ভালবাসা”

“ভালবাসা”

“চতুর্দশ পদি কবিতা”।

আদিল মাহমুদ

প্রকৃত ভালবাসা, করবে না নিরাশা,
‘পিরিত’ঐশ্বরিক, নির্মান করা পেশা,
প্রতিবার চোখে দেখা,বয়ে আনে নিশা,

প্রতারণায় দেখা দেয়, মরন দশা,

লোকের সত্যটা, মহিলাদের প্রত্যাশা,
অনুরাগ অঙ্গনে, খেলা যায় না পাশা,

সৃষ্টি কেড়ে নেয়, বাবা-মার চিত্ত আশা,
প্রকৃতির প্রণয়েতে, হয় না তামাসা,

ছেলেদের কাছে, মেয়েরা পায় সালসা,
ক্ষণিকের প্রেম, বয়ে নিয়ে আসে হাসা,

পরাণ থেকে আসা, সঠিক ভালবাসা,
মিথ্যে অজুহাত,মনে টেনে আনে হিংসা,

প্রীতি বহুবিধ, মা-বাবা স্নেহ তপস্যা,
মনে রাখতে হবে বাবা-মা’ই ভরসা।

লেখক :ওসি (তদন্ত)

পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here