এক্সক্লুসিভবিনোদনসারাদেশ

আদিল মাহমুদের হাস্যরসের চতুর্দশ পদি কবিতা : “শ্যালিকা”

“শ্যালিকা”
“চতুর্দশ পদি কবিতা”।

আদিল মাহমুদ

ভার্যার ছোট বোন হৃদয়ের শ্যালিকা,
অহংকার নেই ,একদম নাবালিকা,
দয়িতার বড় বোন, খেতে হয় বঁকা,
অবয়বে সে হয়, কঠিন সাবালিকা,
তাই থাকে তার, অতরল অহমিকা।
বিলেত গেছে,অতীতে ছিল বড় বোঁকা,
অদ্যাবধি সুস্থ, হয়েছে প্রতিপালিকা,
দেশান্তরে থেকে, হয়েছে বড় গাঁয়িকা,
করেছে বাড়িতে ঘর, শক্তকরে পাকা,
দুঃখ নাহি দিতে, মন খুলে বঁকা-ঝঁকা।
নেত্র বন্ধ,নিতে হবে কপোতপালিকা,
জগত্ জুড়ে সন্মান, তাঁরাই লতিকা,
সকল শ্যালিকাই হয়ে থাকে ধনিকা,
কল্পিত, বনিতার ছোটরা-ই মল্লিকা।

লেখক- ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here