জাতীয়শিক্ষা ও ধর্মসারাদেশ

আদিল মাহমূদ এর চতুর্দশ পদি কবিতা “বিকলাঙ্গ”

“বিকলাঙ্গ”
“চতুর্দশ পদি কবিতা”।
আদিল মাহমূদ

সব অংশ নাহি মোর,আমি বিকলাঙ্গ,
স্রষ্টাই জানেন, কেন আজ অনুষঙ্গ,
আমি তোমার মতো সৃষ্টি, নই অপাঙ্গ,
ভেব না সৃষ্টিকর্তা বোকা, তুমি তরঙ্গ,
খোদার উদ্দেশ্য মহৎ, বিরত প্রসঙ্গ,
ধরা’য় সব সমান, নেই সাঙ্গপাঙ্গ,
তিনি অদ্বিতীয়,আমার জন্য অনঙ্গ,
ভয় নাই আল্লাহ্ আছে,না থাক অঙ্গ,
তিনিই করবে সহায়, নই বিহঙ্গ,
আমি যে সেরা সৃষ্টি, করি সর্বদা রঙ্গ
পৃথিবীতে আছে, বিশাল বড় আরঙ্গ,
তাই থাকি বিরত, নাহি হই উচ্চাঙ্গ,
শান্তনা আমি মানুখ, সৃষ্টির অভঙ্গ,
গর্বিত হয়ে বলি, আমিই উত্তমাঙ্গ।

লেখক- ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here