সারাদেশ

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহাম্মদ মনির কর্ণফুলী (চট্রগ্রাম) সংবাদদাতাঃ

আনোয়ারা উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার বিকেলে রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজারে এ অভিযান পরিচালনা
করেন উপজেলা সহকারি ভূমি কমিশনার তানভীর হোসেন।

এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রির দামে ৪ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং
মূল্যতালিকা প্রদর্শন না করার কারণে
কয়েকজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা
জরিমানা করা হয়।

উপজেলা সহকারি ভূমি কমিশনার
তানভীর হোসেন বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ভোগ্য পন্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ মুবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোগ্যপন্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে।

Comment here