টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

আহমদ বিন শফী-র উপদেশ মূলক কাব্য “ঈর্ষা “

আহমদ বিন শফী-র কাব্য

“ঈর্ষা ”

দুনিয়ার বুক মাঝে

অপরের দোষ খুঁজে

লাভ কি তুমার মুল?

দু’দিন আগে পরে

যাচ্ছে অনেক চলে

গীবতে কেন মাশগুল?

যার আছে সুহৃদ

থাকবে তাঁর ভিত

পারবে খুলে দুই আঁখি,

দূর থেকে খুঁজে দুশ

পরস্পরের করে খুশ

চাওনি পড়া রইল বাকি।

ভবে যার নেই হুঁশ

পশুর মতো বেহুশ

শুধু আছে তার লাঞ্ছন,

সাহস রাখে যে বুক

বয়ে আনে তার সুখ

রাখি তার সহজ বাঞ্ছন।

বিপক্ষে চলো না তুমি

হও সবার তরে স্বামী

বারণ করবে তোমায় ভূমি,

তুর আছে যত আশ্

সব খানে হবে বাস

পূরণ করবে অন্তর্যামী।

রচনায়-

আহমদ বিন শফী

ছাত্র- আল্ জামিয়া আল্ ইসলামিয়া, টেকনাফ।

Comment here