ক্রাইমটেকনাফ

ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় পিঠিয়ে আহত করার অভিযোগ

 


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি॥
টেকনাফ সদর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের সদস্য নজির আহমদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত গ্রামবাসী আব্দুস সালাম। ২৪ মে বুধবার রাতে থানায় এ সংক্রান্ত লিখিত দরখাস্ত দেওয়া হয়।
জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে আব্দুস সালাম ইউপি সদস্য নজির আহমদের আপন চাচতো ভাইয়ের মেয়ের স্বামী। বেশ কয়েক বছর ধরে পারিবারিক ভাবে দু পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে ইউপি সদস্যের ছোট ভাই জাহাঙ্গীর বুধবার রাতে সাড়ে ৭ টার সময় কেরুনতলী কোস্ট অফিসের সামনে অব্দুস সালামকে পথ গতিরুধ করে। এক পর্যায়ে ইউপি সদস্য নজির আহমদ ও জাহাঙ্গীর লাঠি দিয়ে ও হাতে কিলঘুষিঁ দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে টেকনাফ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করেন। এদিকে ছোট ভাইয়ের সাথে আব্দুস সালামের ঘটনার কথা স্বীকার করে ইউপি সদস্য নজির আহমদ তাকে অভিযুক্ত করার ক্ষোভ প্রকাশ করেছেন।

Comment here