এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“ঈদুল ফিতরে বঙ্গবন্ধু’র স্মরনে”

“ঈদুল ফিতরে বঙ্গবন্ধু’র স্মরনে”

জাতির পিতা বঙ্গবন্ধু ভূ-দ্বিজরাজ,
জলাশয়ে মুক্তা, রহমানের আত্মজ,
জলযান গতিশীল, পিতা মহারাজ,
জননীর নাতনি, বাঙলার আত্মজা,
জনদরদী পৃথ্বীর, কন্যা সরোসিজ,
জাতির জনক, ইনসানের জাহাজ,
জল পরিপূর্ন, উর্ধ্বে পুলকিত দ্বিজ,
জীবন ধন্য, ভরপুর সরফরাজ,
জন্মেজয় তিনি মহান, ছিল সহজ,
জনেশ ছিলেন, পরকালে জয়রাজ,
জয়দ্বল অম্লান, হয়েছে দেবরাজ,
জয়প্রকাশ কর্মের গুণে,পঙ্খীরাজ,
জয়দীপ বেহেস্তে দেখে,শবে মেরাজ,
জগজিৎ জয়ী,মহাশক্তি আল-আ’জীজ।

“চতুর্দশ পদি কবিতা”
লেখক: মোঃ আদিল মাহমুদ।
বৈশিষ্ট্য: কবিতার নামও চৌদ্দ বর্ণে, “জ” তে শুরু, “জ” তে শেষ।

Comment here