এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

“উপলব্ধি” মোঃ আদিল মাহমুদ

“উপলব্ধি”
মোঃ আদিল মাহমুদ
আসতে চাইনি এ ধরায়,
কিন্তু ছিলনা কোন উপায়!
সৃষ্টিকর্তার সংসার, তিনি মহাদুর্জয়,
সৎপথে হাঁটলে, থাকেনা কোন ভয়।
আমরা মানুষ অতিশয় অহংকারী,
কিন্তু বুঝতে চাইনা, নেই কোন বাহাদুরি!
আমরা যে নই কেউ, অন্য কারো সাহায্যকারী,
হাজার বছর লাগবে, আমাদের হতে পরোপকারী!
বিধাতা বিশ্বাস করে, প্রেরণ করেছিল আমাদের,
পারিনি হতে পথ প্রদর্শক, কোন ভালো কাজের।
বেশির ভাগ জন, নিত্য থাকে কুপথে ব্যস্ত,
বাকী যারা আছে, তারা নিয়ত ভয়ে তটস্থ।
প্রতিনিয়ত দুষ্কর্ম, আমার পিছু পিছু ঘুরে,
আমি নেশার ঘোরে তাকাই, বার বার ফিরে।
শয়তান বুঝাতে চায়, সে-ই আমার আপনজন,
আমিও ধরে নেই,হোমোর মধ্যে নেই কোন পরিজন!
মানুষের গায়ে গাত্রে মিশে আছে, ইবলিশের ছায়া,
আমরাও পারি না ছাড়তে, মহা-পাপীর মায়া।
পাপে পরিপূর্ন এ বসুমতিতে, আমাদের কায়া,
লোকের আপনজন ইলাহি,মা-বাবা,স্বামী ও জায়া।
মনে হবে আমাদেরই আছে, লক্ষ স্বজন,
কিন্তু সন্তানও ক্ষণে হয় না, আপনজন!
বর্তমান সমাজে নেই, মা,বাবার মূল্যায়ন,
অথচ তাঁরাই বেঁধে রেখেছে, নরের মরণ।

লেখক: পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী জেলা।

Comment here