ক্রাইমজাতীয়সারাদেশ

কথিত রিজেন্সি গ্রুপের ভুয়া নামে দৈনিক ইকোনমি’র প্রতারনার শিকার সংবাদ কর্মি সহ হাজারো মানুষ

মোঃ রানা আহমেদ ঝিনাইদহ:
রিজেন্জি গ্রুপের একটি নিউজ মিডিয়া পরিচয়ে দৈনিক ইকোনমি নাম ধারি চক্র বনানীর ডি ব্লকের ১১ নং রোডের ঠিকানা ব্যাবহার সহ তথ্য মন্ত্রণালয়ের সচিব,জনাব আব:রহমান এর নাম ব্যাবহার করে চমকপ্রদ নিয়োগ বিঙ্গপ্তি সহ মাসিক বেতনের প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৬ মাস সরব ছিল প্রতারক চক্র।এতে সারা দেশে অনেকটা জেলা উপজেলা পর্যায়ে সাড়া জাগায় প্রতারক চক্র।কোটচাদপুর থানার মোফাজ্জল হোসেন (৩০) আরিয়ান (২৫) সহ দৈনিক বাংলাদেশ সংবাদ ও বাংলা টিভির সংবাদ কর্মি মোঃ ইমন খান, দৈনিক দেশ সেবা গাইবান্ধা গাবিন্দগ্জ উপজেলা সংবাদ কর্মি ফজলে রাব্বি, হবিগঞ্জ সংবাদ কর্মি শরিফুল ইসলাম, এর কাছ থেকে ০১৭১৯৮৫৮৮৪৭ (রকেট) ০১৬৪৪৯৯৩৬২৫ (বিকাশ) টাকা গ্রহণ করে।কথিত প্রতারক চক্র প্রথমে dainikeconomy@gmail.comএই ইমেইল এ সিভি পাবার পর কথিত ফোন নাম্বার দিয়ে ফোন করে প্রথম সিলেক্ট করে পরে 31 শে মার্চ সিলেক্টেড প্রতিনিধিদের সম্মেলনের আয়োজন করার কথা বলে ২২৫০ থেকে ৩০০০ টাকা বিকাশ ও রকেট একাউন্ট এর মাধ্যমে গ্রহন করার পর ফেসবুক পেজ থেকে ও মোবাইল ফোনে ব্লক করে।এ ব্যাপারে জানতে ০১৭১৯৮৫৮৮৪৭ নাম্বারে ফোন দিলে আর ফোন রিসিভ করেনি তথাকথিত ভুয়া দৈনিক ইকোনমি কর্তৃপক্ষ।এই ব্যাপারে ভুক্তভোগীদের সাথে কথা বললে জানায় তারা অভিযোগ দাখিলের প্রস্তুত হচ্ছে।

Comment here