আন্তর্জাতিকজাতীয়সারাদেশ

করোনাভাইরাস: দুই বিদেশিকে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত

নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পদক্ষেপে দুই বিদেশিকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি; বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠানো হয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার প্রথম প্রহরে যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের এই দুই নাগরিককে নিজ দেশে ফেরত পাঠায়।

কভিড-১৯ রোগ বৈশ্বিক মহামারী রূপ ধারণ করায় বিভিন্ন দেশ সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ সব ধরনের অন এরাইভাল ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, ফলে যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পেতেন, তারা এই জরুরি পরিস্থিতিতে দুই সপ্তাহ তা পাবেন না।

যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের এই দুই নাগরিককেও এই কারণে ফেরত যেতে হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১২টা-১টার দিকে ভিসা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও আইভরি কোস্টের দুই নাগরিক বিমানবন্দরে নামেন। নিষেধাজ্ঞা থাকার কারণে ফিরতি বিমানেই আমরা তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছি।”

করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পদক্ষেপে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে কোনো যাত্রী আপাতত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এসব দেশ তেকে কোনো বাংলাদেশি এলেও তাদের ফেরত যেতে হবে।

করোনাভাইরাসের কারণে নানা দেশ দরজা বন্ধ করায় বিশ্বজুড়ে বিমান চলাচল সীমিত হয়ে পড়েছে।

Comment here