জাতীয়সংস্কৃতিসারাদেশ

‘করোনামুক্ত ভূত সুন্দর পৃথিবী’ আদিল মাহমুদ

‘করোনামুক্ত ভূত সুন্দর পৃথিবী’ ‘ত্রয়োবিংশ পদি কবিতা’

আদিল মাহমুদ

ভাইরাস মুক্ত পৃথিবীতে প্রথমে হবে অনেকেই অসচ্ছল,
অর্থনৈতিক গতি আনতে সব সেক্টরকে করা হবে সচল,
প্রচারণায় আনতে হবে, মহামারীর ক্ষতিকর সব দিক,
বুঝতে হবে, বিশ্বযুদ্ধ পারেনি আটকাতে মানুষের কায়িক।

‘ধরা’ কে গড়ে তুলতে হবে নতুন আঙ্গিকে, থাকবে ক্ষুরধার,
করতে হবে পরিশ্রম, ভুলতে হবে অতীতের সব আধার,
বিবেক মনুষ্যত্ব খাটিয়ে এগিয়ে আসতে হবে ‘ইনসান’কে,
না হয় ‘করোনা’র ক্ষতি পোষানো কঠিন হবে বাচার আলোকে।

‘মহামারী’ প্রতিনিয়ত আসবে, অবাক হওয়ার কিছু নাই,
স্প্যানিশ ফ্লু, সার্স, ইবোলা ও ফ্লু ইত্যাদি মানবজাতির বালাই,
তাই বিশ্বের সকল দেশকে নিয়ে করা হবে মহা সংকল্প,
স্বাস্থ্য খাতে বাজেট পঞ্চাশ গুণ বাড়িয়ে করতে হবে প্রকল্প।

‘ভ্যাকসিন’ মানুষই তৈরি করে, নাই পারো কিন্তু এগিয়ে যাবা,
পরিকল্পনা করতে হবে যাতে মানুষের জন্যই হয় সেবা,
চিকিৎসা বিজ্ঞানীদেরকে দিতে হবে পর্যাপ্ত সুবিধা ও ছক,
তৈরি করতে হবে এমন টিকা, যাহা হবে পৃথিবীর মোরক,
হাজার বছর যাবত আগত ‘করোনা’র হবে প্রতিষেধক।

বিশ্বের আবেদন, অস্ত্র খাতে বরাদ্দ করতে হবে কাটছাঁট,
বর্তমান ও কর্তিত বরাদ্দ নিয়ে ভাংতে হবে লৌহ কপাট,
বিশ্ব মানব এক হয়ে ‘মহামারী’ রুখতে, খুলতে হবে জট,
তৈরী হবে ঐ ‘ভ্যাকসিন’, যা সকল ভাইরাসের মহা ফটক।
মানুষ দেখতে পাবে বিজ্ঞানীদেরই আছে বিশ্বে মহা দাপট।
কৃষি, শিল্প, শিক্ষা ও বিজ্ঞানে ‘সৃষ্টি’ দেখবে অবাক করা ঘোটক।

লেখক: ওসি(তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here