বিশেষ প্রতিবেদক : খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি হাইড্রোগ্রাফী সার্ভে ভেসেল এর কীল লেয়িং ও দুটি সাবমেরিন টাগ বোটের লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (৩১-১০-২০১৬) নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ,ওএসপি, এনডিসি, পিএসসি খুলনা শিপইয়ার্ডের সীপওয়েতে সার্ভে ভেসেলের কীল লেয়িং ও টাগ বোটের লঞ্চিং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে খুলনা শিপইয়ার্ড উপমহাদেশে প্রথমবারের মত সাবমেরিন টাগ নির্মাণের দক্ষতা ও কৃতিত্ব অর্জন করলো। অন্যান্যের মধ্যে শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকসহ উধর্¡তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীতে খুব শীঘ্রই সংযুক্ত হতে যাওয়া দুটি সাবমেরিনের জন্য এই ২টি টাগ এর নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে খুলনা শিপইয়ার্ড। মালয়েশিয়ার নৌ নির্মাণ কারিগরি সহায়তা প্রতিষ্ঠান (জিওএমএস) এর তত্ত¡াবধানে এসব সাবমেরিন টাগ নির্মাণের মাধ্যমে খুলনা শিপইয়ার্ডের কারিগরি দক্ষতায় এক অনন্য উচ্চতায় পৌছাবে বলে আশা করা যায়। আগামী কয়েক মাসের মধ্যেই এসব সাবমেরিন টাগের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ নৌবহিনীর সমর বহরে চীন থেকে সংগ্রহ করা দুটি সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে খুব শীঘ্রই। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের কাছে এসব সাবমেরিন এর জন্য নির্মাণাধীন পোতাশ্রয়ে টাগগুলো অবস্থান করবে। গভীর সমুদ্র থেকে সাবমেরিনকে পোতাশ্রয়ে টেনে নিয়ে আসার জন্য শক্তিশালী টানা নৌযান বা টাগ এর প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই বাংলাদেশ নৌবাহিনী দুটি সাবমেরিন টাগ তৈরীর উদ্যোগ গ্রহণ করে। এসব সাবমেরিন টাগ এর নির্মাণ তদারকির দায়িত্বে রয়েছে বিশ¡খ্যাত নৌজরিপ প্রতিষ্ঠান ব্যুরো অব ভেরিটার্স। প্রায় ১০৫ ফুট দৈর্ঘ্য ও ৩৮ ফুট প্রস্থ টাগগুলো পূর্ণ লোডে ঘন্টায় ১২ নটিক্যাল মাইল বেগে সামনে ও ১১নটিক্যাল মাইল বেগে পেছনে চলতে পারবে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য নির্মিতব্য এই ২টি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জরীপ কার্য সম্পাদনে সক্ষম হবে। ভেসেল ২টির নকশা ও নির্মাণ কাঠামো বিভিন্ন প্রতিকূল অবস্থায় সার্ভে কার্য পরিচালনার জন্য উপযুক্ত। অস্ট্রেলিয়ার স্বনামধন্য নৌ প্রকৌশল প্রতিষ্ঠান কর্তৃক তৈরীকৃত নকশায় ভেসেল ২টি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে খুলনা শিপইয়ার্ডে ৫টি যুদ্ধজাহাজ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করে। তাছাড়া আরো ২টি লার্জ পেট্রোল ক্রাফটের নির্মাণ কাজ চলছে। ##
খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ও সাবমেরিন টাগ বোটের উদ্বোধন
অক্টোবর ৩১, ২০১৬0

Related Articles
নভেম্বর ২৪, ২০১৬0
লেদা রোহিঙ্গা বস্তিতে মাদক ব্যবসায়ী বেয়াইর হামলায় আহত বেয়াইনি এখনো হাসপাতালে
বিশেষ প্রতিবেদক:লেদা রোহিঙ্গা বস্তিতে পুত্রবধুর বেপরোয়া ও অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ী বেয়াইর হামলায় গুরুতর আহত বেয়াইনী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায় গত ২১নভেম্বর রাত সাড়ে
Read More
অক্টোবর ২৮, ২০২০0
টেকনাফ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম উক্ত কাজের উদ্বোধন করেন। এস
Read More
ডিসেম্বর ১০, ২০১৭0
টেকনাফে রোহিঙ্গা যুবতীর প্রেমে ব্যর্থ হয়ে স্বশন্ত্র হামলায় আহত-৪
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ: টেকনাফে অনুপ্রবেশকারী এক সুন্দরী যুবতীকে প্রেমের ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে প্রতিশোধ নিতে নববিবাহিত রোহিঙ্গা দম্পতির উপর হামলা চালিয়েছে স্বশস্ত্র দূবৃর্ত্তরা। এতে ৪জন আহত
Read More
Comment here