ক্রাইমটেকনাফ

গেলো ডিসেম্বরে বিজিবি’র অভিযান: টেকনাফে ১৩ কোটি টাকার অবৈধ মালামাল জব্ধ

:
টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা গেলো ডিসেম্বর মাসে ১২ কোটি ৮১লাখ ৮০ হাজার ১৮৯ টাকার অবৈধ মালামাল জব্ধ করেছে। এর মধ্যে শুধু ইয়াবা রয়েছে ১১ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকা মূল্যের। এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম।
বিজিবি সুত্রে জানা যায়, ২ ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি ও ক্যাম্প ২০১৭ সালের ১ ডিসেম্বর হতে ৩১ পর্যন্ত বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে ১২ কোটি ৮১ লাখ ৮০ হাজার ১৮৯ টাকা মূল্যমানের ইয়াবা, অন্যান্য মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করে। এর মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৬৯০ পিস ইয়াবা। যার বাজার মূল্য ১১ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকা। এ সংক্রান্ত ৬৬ টি মামলায় ৩২ জন আসামী হাতেনাতে ধরে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়।
এ ছাড়া ১৭০ লিটার চোলাই মদ, ২ কেজি গাজাঁ, ৮৬৮ ক্যান বিয়ার, ১০৭ বোতল বিদেশী মদ ও ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, বিজিবি সদস্যরা সীমান্তে টহল জোরদার করায় চোরাচালান তুলনামূলক ভাবে কমেছে। তিনি সীমান্তে ইয়াবাসহ মাদক পাচার প্রতিরুধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Comment here