রোহিঙ্গা সমাচার

চলন্ত গাড়ী থামিয়ে খুন !


টেকনাফ প্রতিনিধি :

চলন্ত গাড়ী থামিয়ে কুপিয়ে খুন করলো মো: হাসান (৩৫) নামের এক রোহিঙ্গাকে। নিহত যুবক টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত শরনার্থী ক্যাম্পের সি বøকের মো: সালামের ছেলে। ২২ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের ১৪ নম্বর ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, তিন সন্ত্রানের জনক হাসান নয়াপাড়া ক্যাম্পে ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে টেকনাফ শহরে ফিরছিলো। যাত্রীবাহী অটোরিক্সা যোগে ১৪ নম্বর ব্রীজ নামক স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা গাড়ী গতিরোধ করে মো: হাসানকে নামিয়ে নেন। পাশ্ববর্তী পাহাড়ে নিয়ে প্রথমে কুপিয়ে ও পরে গুলিকরে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে পালিয়ে যায় তারা। নিহত হাসান শরনার্থী ক্যাম্পের আইনশৃংখলা নিয়ন্ত্রন ও সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা রক্ষায় সরকারী বিভিন্ন বাহিনীকে সহায়তা করতো বলে স্থানীয়রা জানান। যার ফলে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একাধিক সন্ত্রাসী গ্রæপ তার উপর ক্ষিপ্ত ছিলো। এর আগেও তাকে হত্যার উদ্দ্যেশে একবার হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সে পরিবারসহ পালিয়ে ক্যাম্প ছেলে টেকনাফ পৌর শহরে বসবাস শুরু করে। কিন্তু এরপরও রক্ষা হয়নি তার। নিহতের স্ত্রী রফিকা বেগম বলেন, রোহিঙ্গা ডাকাত জকিরের নেতৃত্বে সন্ত্রাসীকে বেশ কিছু দিন ধরে তার স্বামীকে হত্যার জন্য উঠেপড়ে লাগে। তারাই এ ঘটনা ঘটিয়েছে। এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা পাঠানো হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস।

Comment here