টেকনাফ

জমি দখলে নিতে ভাইয়ের আগুনে পুড়ালো বসত ঘর!


টেকনাফ প্রতিনিধি :
ভাইয়ের জমি দখলে নিতে স্বজনেরা আগুনে পুড়ালো বসত ঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৩ মে বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টার সময় টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম-উত্তর পাড়ায়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের প্রধান মো: ইউনুচ। অবশ্য পুলিশ অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রাখলেও এখনো কাউকে আটক করতে পারেনি। জানা যায়, স্থানীয় মৃত মকবুল আহমদের দু ছেলে মো: ইউনুচ ও মোহাম্মদ হোসেনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বেশ কয়েক বছর ধরে বিরুধ চলে আসছিলো। বিরুধের জের ধরে বড় ভাই মো: ইউনুচ বেশ কয়েক বছর ধরে শাহপরীরদ্বীপের বসত ঘর ছেড়ে টেকনাফ পৌর এলাকায় ভাড়াবাসায় বসবাস শুরু করে। নিজের বসত ঘরে হাফেজ আব্দুল্লাহ নামের একজন নিকট আত্বীয়কে দেখভাল করার দায়িত্ব দিয়ে আসে। সম্প্রতি ছোট ভাই মোহাম্মদ হোসেন ভাইয়ের বসত ঘর দখলের জন্য উঠেপড়ে লাগে। বেশ কয়েকবার ওই ঘরে অবস্থানকারী হাফেজস আব্দুল্লাহকে ঘর ও জমি ছেড়ে দিতে বলে। শুধু তাই নয়, হুমকি ধামকিও দেয়। এ ব্যাপারে গত ২২ এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন বড় ভাই মো: ইউনুচ। কিন্তু বিধি বাম । দিয়ে উভয় পক্ষকে গত ৩ এপ্রিল হাজির হতে পুলিশ নোটিশ জারি করলেও মো: হোসেন গং হাজির হয়নি। বরং ওই দিন রাতে স্ত্রী আম্বিয়া খাতুন, ছেলে দিলদার আলম ও মো: হোসেনসহ আরো কয়েকজন মিলে মো; ইউনুচের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ীতে রক্ষিত বিািভন্ন প্রজাতির কাঠসহ মালামাল পড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগ করেছে মো: ইউনুচ। এ ঘটনায় ভুক্তভোগী মো: ইউনুচ বাদি হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত বড়–য়া জানিরয়ছেন, এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর হতে পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটকরে চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Comment here