উখিয়াটেকনাফ

টেকনাফের এমপি গণি’র ইন্তেকাল: বাদ এশা জানাযা

 

বিশেষ সংবাদদাতা:::

উখিয়া – টেকনাফের সাবেক এমপি হাজী আবদুল গণি (৯২)  ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি … রাজিউন)।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমপি গণি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চট্রগ্রামের একটি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ ডা. একেএম হাসানের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অচলাবস্থা ছাড়াও খাদ্য নালীতে সমস্যাসহ বিভিন্ন জঠিল রোগে ভুগছিলেন।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডেও নিয়ে যাওয়া হয়েছিল।
সে টেকনাফ পৌরসভার কেকেপাড়া মরহুম আয়ুব আলী সওদাগেকর পুত্র ৷

হাজী আবদুল গণি এমপি জীবদ্দশায় নির্বাচিত জনপ্রতিনিধি, সক্রিয় রাজনৈতিক

 

৷নেতা, সমাজ সেবক ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট  ছিলেন।

স্বাধীনতার পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতির দায়ীত্ব পালন করেন বলে ও সুত্রে জানা যায় ৷

স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তিনি টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৮৮ সালে তিনি এমপি নির্বাচিত হন। মৃত্যু কালে ৮ ছেলে এবং ২ মেয়ে অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভাকাংখী রেখে যান।

Comment here