কক্সবাজারটেকনাফসারাদেশ

টেকনাফে আট প্রতিষ্ঠানকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের টেকনাফে রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের বৃদ্ধির অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী।

রোববার দুপুরে টেকনাফ পৌরসভায় বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী জানান, রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত এ অভিযান চলমান থাকবে। প্রথম দিনে পণ্যের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রত্যেক দোকানে মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে ।

Comment here