টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১০টায় টেকনাফ গুদাম কর্মকর্তার কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী পৌরশহর প্রদক্ষিণ করে পুনরায় একি ¯’ানে মিলিত হয়। র্যালীর শুরুতে কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন কাস্টমস কক্সবাজার ও টেকনাফ সার্কেল ইনচার্জ, সহকারী কমিশনার নু চে প্রæ মার্মা, বিশেষ অতিথি ছিলেন শুল্ক কর্মকর্তা নুরুল আবসার, টেকনাফ ¯’ল বন্দরের (ইউনাইটেড ল্যান্ড পোর্ট) ব্যব¯’াপক জসিম উদ্দিন চৌধুরী, ¯’ল বন্দরের ব্যবসায়ী নুরুল আবসার সোহেল, সিএন্ডএফ এজেন্ট এশোসিয়েশনের সাধারন সম্পাদক এহেতেশামুল হক, এম কায়সার জুয়েল, মো. ওসমান, মো. সেলিম প্রমুখ। আমদানীকারক, ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টগণ এতে অংশগ্রহন করেন।
টেকনাফে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

Comment here