কক্সবাজারটেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

টেকনাফে আল্ ইহসান সোসাইটির কোরবানীর বিতর্ক অনুষ্ঠানে বক্তারা : মাদকের আয়ের টাকায় কুরবানী শুদ্ধ হবে না

প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফে পবিত্র ঈদুল আয্হা ও কোবানীর মসায়েল নিয়ে বিতর্ক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্ ইহ্সান ফাউন্ডেশন এর উদ্যোগে ২৬ জুলাই রবিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের বটতলী বাজার জামে মসজিদে মিঠাপানিরছড়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওঃ জাহেদ হোসাইনের সভাপতিত্বে, আল্ ইহ্সান ফউন্ডেশন এর সভাপাতি মাওঃ জসিম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, তুলাতলী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মমতাজ শাহীন, সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক মাওঃ ইব্রাহীম রাহী, টেকনাফ আল বালাগ ইসলামীক সোসাইটি’র সভাপতি হাঃ ছলিম উদ্দীন, সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক হাঃ ইবরাহীম খলিল, আল ইহ্সান ইসলামী ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মাহবুবর রহমান, সাধারন সম্পাদক হাঃ মঈনুদ্দিন খালেদ, ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাব এর সাবেক দপ্তর সম্পাদক কায়সার পারভেজ চৌধুরী, দৈনিক আমার সংবাদের টেকনাফ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, দৈনিক যায়যায় দিন টেকনাফ প্রতিনিধি ও টেকনাফ সাংবাদিক ফোরাম’র ক্রীড়া ও প্রচার সম্পাদক আরাফাত সানী, বিশিষ্ট ব্যাসায়ি হাঃ মাওলানা নুরুল আমিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফজল আহমদ, বটতলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউসুফ, হাফেজ মাসুকুর রহমান, হাজী আব্দুল কাদের, মাওলানা দিল মোহাম্মদ, সওতুল হেরা সোসাইটির সহ-সভাপতি হাফেজ ছৈয়দ আলম, সালসাবিল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি হাফেজ মাওঃ শাব্বির আহমদ, বটতলী বাজারে দোকান মালিক সমিতির সভাপতি মো: রফিক, মো: তৈয়ব ওরফে সোনালী সওদাগর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কুরবানীর জটিল, কঠিন মাসায়েল নিয়ে বিতর্ক অনুষ্ঠান ও সমসামিয়ক আলোচনা হয়। পাশাপাশি বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দ্ধার প্রান্তে । এ মাদকের আয় দিয়ে কুরবানী করলে শুদ্ধ হবে না। তাই আসন্ন কুরবানীর ঈদ থেকে আমরা শিক্ষা নিয়ে মাদক থেকে দূর থাকব। মাদক কারবারী ও সহযোগীদের সমাজিক ভাবে বয়কট করবো।

Comment here