শিক্ষা ও ধর্ম

টেকনাফে কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


টেকনাফ প্রতিনিধি :

টেকনাফ বাস ষ্টেশন চত্বরে কওমী শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ২টা হতে সওতুল হেরা সোসাইটি নামের নব গঠিত একটি সামাজিক সংগঠন উক্ত সভার আয়োজন করেছে। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ( ইত্তেহাদ) এর কেন্দ্রীয় মহাসচিব, আল্ জামিয়া আল্ ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা আবদুল হালিম বোখারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ বড় মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিক, লেদা ইবনে আব্বাস (রাঃ) মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওঃ ক্বারী শাকের আহমদ। বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) প্রদীপ কুমার দাশ, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাবদ ইকবাল চৌধুরী, সাংবাদিক ইউনিটির সভাপতি মাওঃ সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, লেংগুর বিল বড় মাদরাসার সিনিয়ির শিক্ষক, হাফেজ মাওঃ মুহাম্মদ তাহের, সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক মাওঃ ইব্রাহীম রাহী, সোসাইটির সভাপতি হাফেজ মাহমুদ উল্লাহ রিয়াদের সভাপতিত্বে, ইব্রাহীম হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় ১২০ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন উপকর প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সম্প্রতি ভোলার বোরহানুদ্দিনে ঘটে যাওয়া ঘটনা তদন্ত করে, যারা নবী রাসুলের বিরুদ্ধে কটুক্তির ম্যাসেজ দিয়ে অবমাননা করেছে তাদের অপরাধ প্রমানিত হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক। এছাড়া ইয়াবা ও মাদকের বিরুদ্ধে আলেম ওলামাদের আরো কঠোর হতে অনুরোধ জানিয়েছেন ওসি। তিনি আরো বলেন, যারা দ্বীনি শিক্ষা অর্জন করেছে তারা কখনো অন্যায়, অবিচার , ব্যবিচার হত্যা, ধর্ষন ও খুন খারাবী করতে পারেনা। যারা করে তারা কোন প্রকৃত দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারেনা।

Comment here