আন্তর্জাতিকটেকনাফরোহিঙ্গা সমাচার

টেকনাফে ঘুরে গেলেন জার্মান রাষ্ট্রদূত


মো: আইয়ুব , টেকনাফ  :
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি পিটার ফারেন হুলস টেকনাফ ঘুরে গেলেন। তিনি ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, টেকনাফ পৌরসভা ও বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ হোষ্ট কমিউনিটির সাথেও মতবিনিময় করেন।
১৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টারদিকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মি পিটার ফারেন হুলস টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান মিয়া, এরিয়া ম্যানেজার মোঃ হাসান চৌধুরী, রেসপন্স কো-অর্ডিলেটর বজলুর রশিদ। এ সময় তিনি বাংলাদেশে আ¤্রয় নেয়া রোহিঙ্গাদেও নিরাপত্তা, শিক্ষা ও সেনিটেশন কর্মকান্ডের খোজঁখবর নেন। লেদা রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষাকেন্দ্রে এক রোহিঙ্গা শিশুর জার্মান পতাকা অংকনের চিত্রকর্ম দেখে রাস্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি পৌরসভায় আসেন। এ সময় এলে পৌর মেয়র ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন। এরপর ১২ টারদিকে পৌরসভার হলরোমে হোষ্ট কমিউনিটির লোকজনের সাথে মতবিনিময় করেন।
এতে টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, কাউন্সিলর আবু হারেছ, হোছন আহমদ, আব্দুল্লাহ মনির, মনিরুজ্জামান, এহেতাশামুল হক বাহাদুর , মহিলা কাউন্সিলর নাজমা আলম, কহিনুর আক্তার, দিলরুবা খানম, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, পৌর সচিব মহি উদ্দিন ফয়েজী, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমদ ও উপসহকারী মুর্শেদুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে হোষ্ট কমিউনিটির লোকজন রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে স্থানীয়দের শ্রম বাজার দখল, মাদক চোরাচালানে সম্পৃক্ততা, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি, খাদ্য সংকট ও আইন-শৃংখলার অবনতির চিত্র তুলে ধরেন। পরে জার্মান রাস্ট্রদূত নাফনদীতে অবস্থিত বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটি পরিদর্শণ শেষে টেকনাফ ত্যাগ করেন।

Comment here