টেকনাফসারাদেশ

টেকনাফে ছাত্রলীগ নেতা হামলাকারীদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

এম,আবদুল হক,হ্নীলা:টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাঃ স¤পাদক জাহাঙ্গীর আলমকে শারীরিক নির্যাতন ও বস্ত্রহীন করে ভিডিও ধারণ করার প্রতিবাদে টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২০অক্টোবর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে পৌরসভার শাপলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। এরপর ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরকে শারীরিক নির্যাতন ও বস্ত্রহীন করে ধারণ করা ভিডিও উদ্ধারের জন্য এক বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন করে। উক্ত মিছিল শেষে পৌরসভার শাপলা চত্বরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের এক পথসভা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আঃ লীগের সাধারণ স¤পাদক আলহাজ্ব নুরুল বশর, পৌর আঃ লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ স¤পাদক ফজলুল কবির,দপ্তর স¤পাদক আবদুল মতিন ডালিম,ধর্ম বিষয়ক স¤পাদক নুরুল আমিন,উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আলী আকবর,যুগ্ম সাঃ স¤পাদক জহির আহমদ,পৌর ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন মুরাদ,টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাঃ স¤পাদক সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগের সদস্য মোঃ শাহীন,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইয়াকুব প্রমুখ। সভায় বক্তারা বলেন চিহ্নিত সন্ত্রাসী ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জামাল হোসেন,সৈয়দ হোসেন মেম্বার,আলমগীর,জাহাঙ্গীরগং কর্তৃক টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন ও বস্ত্রহীন করে ভিডিও ধারণ করে। এই ঘটনার দীর্ঘ সময় পার হলেও প্রশাসন এখনো হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ধারনকৃত ভিডিও ক্লিপ উদ্ধার করতে পারেনি। তাই ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের উপর অমানবিক নির্যাতনের মূলহোতা চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় উপজেলা ছাত্রলীগ রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী ব্যক্ত করেন। ###

Comment here