খেলাধুলাটেকনাফ

টেকনাফে জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৭ উদ্বোধন : হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ জয়ী

 

আমান উল্লাহ আমান ::

টেকনাফে ঝাঁকঝমকভাবে জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০১৭ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর বিকাল ৩ টায় টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া মিনি ফুটবল মাঠে কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক অনুপ বড়–য়া অপু খেলার উদ্বোধন ঘোষনা করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, কন্ট্রাক্টার জসিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহসভাপতি শাহজাহান আনছারী, জেলা ক্রিড়া সংস্থা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাশেদ হোসেন নান্নু, সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফরহাদ, জালিয়া পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান পরিচালক নুরুল বশর নুরশাদ কাউন্সিলর, পরিচালনা কমিটির আহবায়ক তাজুল ইসলাম, সদস্য জুবাইর হোসেন, জাহাঙ্গীর আলম পুতু, জহির হোসেন, আলমগীর, মোবারক হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় হ্নীলা ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম নাফ সিটি ফুটবল একাদশ অংশ গ্রহন করেন। খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে হ্নীলা ফুলের ডেইল একাদশের পক্ষে ৭ নং জার্সিধারী আমিন একমাত্র গোল দিয়ে নাফ সিটি একাদশকে হারান। উভয় উভয় দল হাজার হাজার দর্শকদের সুন্দর খেলা উপহার দেন। মহুর্মুহু করতালি আর আনন্দ উল্লাস এবং টান টার উত্তেজনায় খেলোয়াড়রা দর্শকদের মাতিয়ে তুলে। নাফ সিটি একাদশের পক্ষে বিদেশী খেলোয়াড় আনা হলেও ফুলের ডেইল একাদশে কোন বহিরাগত খেলোয়াড় ছিলনা।
ফুলের ডেইল ফুটবল একাদশ ঃ আমিন, ইব্রাহীম, কামাল, মোস্তফা (অধিনায়ক), ইউনুছ, বাপ্পী, আকরাম, কায়সার, ফোরকান, মোঃ আমিন  (গোলকিপার), মোঃ কামাল।
নাফ সিটি একাদশ ঃ এলামুল হক এনাম (অধিনায়ক), জাহাঙ্গীর, আয়াছ, মন্জুর, কামারা, রফিক, আরিফ, শাকের উল্লাহ, মকবুল, তুফান, ফায়সাল  (গোলকিপার)।
খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, আবদুল হান্নান মিলন, সহকারী হিসেবে নাসির উদ্দিন, হুমায়ুন কবির ও ৪ র্থ রেফারী ছিলেন, আফছার মাহমুদ মাসুদ।

Comment here