টেকনাফসারাদেশ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪লাখ ৬০হাজার ইয়াবা উদ্ধার

মো: রফিক, হ্নীলা:
টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪লাখ ৬০হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়,৩০জুলাই ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে লাফারঘোনা এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোক বস্তা মাথায় করে মাঠ দিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র ফেলে অন্ধকারে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বস্তা ৪টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২কোটি ৯০লক্ষ টাকার ৪লাখ ৩০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। অপরদিকে হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমান গত ২৯জুলাই রাত সাড়ে ৮টারদিকে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে টহল দল নিয়ে খারাংখালী লবন মাঠে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩/৪জন লোক একটি ব্যাগ নিয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করামাত্র ব্যাগটি ফেলে পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকার ৩০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

Comment here