জাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফে র‌্যাবের অভিযানে বস্তাভর্তি ইয়াবা জব্দ: গৃহবধু আটক

মুহাম্মদ জুবাইর :
টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরগার ছড়া গ্রামে অবস্থানরত কুমিল্লার শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল। অবশেষে ৮৯ হাজার ৫শত পিস ইয়াবাসহ আটক হন তার স্ত্রী নুর সেতারা (২১)।
সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০ টারদিকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফে বসত-বাড়িতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারাকে ইয়াবা ভর্তি বস্তাসহ পালিয়ে যাবার সময় আটক করা হয়েছে ।
১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার দিবাগত রাত ১০ টারদিকে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার জনৈক শাহাদাত হোসেনের বসত-বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২জন ব্যক্তি একটি বস্তা টেনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১) কে বস্তসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি খুলে গণনা করে ৮৯ হাজার ৫শ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত গৃহবধুকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###

Comment here