কক্সবাজারটেকনাফসারাদেশ

টেকনাফে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন’র ৬ দিন ব্যাপী হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফে হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ৬ দিন ব্যাপী হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্স টেকনাফে আল্ জামিয়া আল্ ইসলামিয়াতে অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর হতে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান হাফেজ মাওঃ ক্বারী আবদুল হক, প্রশিক্ষন প্রদান করেছেন, তানজিমুল র্কুরা ফাউন্ডেশন এর নির্বাহী সভাপতি, হাটহাজারী মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান মাওঃ ক্বারী জহিরুল হক, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ মাওঃ ক্বারী আবদুল কাদের। প্রশিক্ষন কোর্স শেষে ১০ অক্টোবর বেলা ২টার দিকে টেকনাফ আল্ জামিয়া আল্ ইসলামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিকের সভাপতিত্বে, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারন সম্পাদক মাওঃ ক্বারী জামাল উদ্দিন তৌহিদ এর সঞ্চালনায়, হিফ্জ শিক্ষক সম্মেলন ও প্রশিক্ষনে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন সভা সম্পন্ন হয়েছে। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্রগ্রাম বিভাগী সাধারন সম্পাদক হাফেজ মাওঃ জকরিয়া, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দিন, জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওঃ মাহবুবুর রহমান মজাহেরী, তুলাতলী মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃ মো. শফি সুফি, মিঠাপনির ছড়া মাদরাসার মুহতামিম হাফেজ মুহাম্মদ আয়ুব, কাটাবনিয়া মাদরাসার মুহতামিম মাওঃ মুনির আহমদ, সাবরাং মাদরাসার ক্বেরাত বিভাগীয় শিক্ষক ক্বারী আবদুল মন্নান, শীলবনিয়া পাড়া সবির্লুরশাদ কমপ্লেক্স’র প্রতিষ্ঠাতা মাওঃ রফিক উল্লাহ মজাহেরী, খায়ুক খালী পাড়া আয়েশা ছিদ্দিকা বালিকা মাদরাসার প্রিন্সিপাল মাওঃ এনায়তুর রহিম । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-১ মাওঃ মুজিবুর রহমান, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগের প্রদান বিচারক মাওঃ আবদুর রশিদ, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সভাপতি হাফেজ দেলোয়ার, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওঃ মুফতি এমদাদ উল্লাহ, নির্বাহী সভাপতি, হাফেজ মাওঃ ছৈয়দুল ইসলাম মেম্বার, আল আমিন ফাউন্ডেশন টেকনাফের সভাপতি মাওঃ ফিরুজ আহমদ, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টেকনাফ উপজেলা সাধারন সম্পাদক হাফেজ নুরুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ ছৈয়দ হোছাইন, দপ্তর সম্পাদক হাফেজ মুহাম্মদ রফিক আলম, উপদেষ্টা সদস্য মাওঃ রেজাউল হাছান, মাওঃ আশরাফ আলী, মাওঃ আবদুল্লাহ বাহারী, শাহপরীর দ্বীপ দারুশ শরীয়াহ মাদরাসার মুহতামিম হাফেজ বদরুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা সাধারন সম্পাদক হাফেজ মাওঃ মো. আবদুল্লাহ, নাজির পাড়া দারুল কুরআন মাদরাসার মুহতামিম হাফেজ নুরুল হক প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিক বলেন পবিত্র কালামুল্লাহ শরীফ ( আল কুরআন) সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। যার কুরআন পাঠ শুদ্ধ হবে না তার নামাজ কখনো কবুল হওয়ার কথা নই। যে ব্যক্তি নিয়মিত কুরআন তেলাওয়াত করবে তার কোন অভাব থাকবেনা। তিনি সকলকে সহীহ শুদ্ধ কুরআন শিক্ষার জন্য হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের মহতী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত ঘোষনা করেছেন।

Comment here