টেকনাফ

টেকনাফে ৬ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

images
টেকনাফ ভিশন ডেস্ক :
টেকনাফে প্লাস্টিক মোড়ক ব্যবহারের অভিযোগে ৬টি প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউল আলমের নেতৃত্বে পৌরসভার শাপলা চত্বর এলাকায় ৬টি চাউলের দোকানে এ অভিযান চালানো হয়। এসময় আব্দুর রহিম ট্রেডার্স, আলমগীর এন্টারপ্রাইজ, মোঃ ইউনুচ, মদিনা ট্রেডার্স, মোঃ হানিফ ও আইয়ুব স্টোরসহ ৬টি চাউল বিক্রেতা প্রতিষ্ঠানকে পাটজাত পন্যের বদলে প্লাস্টিক মোড়কে চাউল বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিউল আলম জানান, পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আলোকে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Comment here