টেকনাফরাজনীতি

টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতি লি: এর কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন


টেকনাফ উপজেলা রেন্ট-এ-কার নোহা মাইক্রো মালিক সমবায় সমিতি লি: এর কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ টা থেকে টানা ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ । কার্যকরী পরিষদের ৯টি পদের জন্য ১৬ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ভোটার সংখ্যা ছিল ১০৮।
সভাপতি পদে এম, হামজালাল নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট-৬১। তার নিকটতম প্রতিদ্বদ্ধী ফরিদ আলম (আনারস) প্রতীক পেয়েছেন ৪৬ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন
ছৈয়দ আহমদ (হরিণ) । তাঁর প্রাপ্ত ভোট-৫২। তার নিকটতম প্রতিদ্বদ্ধী হাফেজ মাহমুদুল হক (টেলিফোন) প্রতীক পেয়েছেন ৩৩ ভোট, মোঃ রফিক (কলস) প্রতীক পেয়েছেন ২০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ রফিক নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট- ৭৪, তার নিকটতম প্রতিদ্বদ্ধী আহমদ উল্লাহ (গোলাপফুল) প্রতীক পেয়েছেন ৩৪ ভোট,
কোষাধ্যক্ষ পদে হেলাল উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৬৪ ভোট, প্রতিদ্বন্ধী ওয়ায়েছ করিম (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন ৪৪ ভোট।
সদস্য পদে সাজেদুল করিম মার্কিন (মই) প্রতীক ৮২ ভোট, নুরুল ইসলাম (আপেল) প্রতীক ৭৬ ভোট, জাহেদ হোসেন পুতু (মোরগ) প্রতীক ৬৮ ভোট,
জাফর আলম (বাস) প্রতীক ৬৩ ভোট, নুরুল ইসলাম বাবুল (ফুটবল) ৬০ভোট পেয়েছেন। টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী পরিদর্শক শ্যামল বড়ুয়া ও সমিতির সদস্য আবদুর রাজ্জাক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন ।

Comment here