কক্সবাজারটেকনাফসারাদেশ

টেকনাফ চোরাকারবারীকে গুলি ছু্ড়ে সর্ববৃহৎ ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবার চালান জব্দ করলো বিজিবি

মুহাম্মদ জুবাইর:
কক্সবাজার টেকনাফ মীয়ানমার নাফনদী সীমান্তে চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে করে গুলি ছুঁড়ে সসর্ববৃহৎ ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবার চালান জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি)। এবিষয়ে বুধবার ( ১৯ জানুয়ারী) বেলা ১০:৩০ ঘটিকায় সাংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরী করতে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি দমদমিয়া বিওপির উত্তর পূর্বদিকে জালিয়ার দ্বীপ এলাকায় নাফনদীর সীমান্ত দিয়ে দিয়ে মিয়ানমার হতে মাদকের বিশাল চালান প্রবেশ করতে পারে এমন গোপন সাংবাদ পাই। উক্ত সংবাদে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দু’টি বিশেষ টহল দল জালিয়ারদ্বীপ এলাকায় কৌশলে অবস্থান নেয়। মঙ্গলবার দিবাগত রাত অনুমানিক ১০:৪৫ ঘটিকার দিকে টহল দল শোয়ারদ্বীপ হতে হস্তচালিত একটি নৌকা শুন্যরেখা অডিক্রম করে কাছাকাছি পৌছলে বিজিবি নৌকারোহীকে থামানোর চ্যালেঞ্জ করলে তাৎক্ষনিক নৌকাটি ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যেতে থাকলে বিজিবি তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে থামানোর চেষ্টা করে। এসময় নৌকারোহীরা লাফিয়ে নাফনদী পেরিয়ে মিয়ানমার সীমন্তের দিকে পালিয়ে যায়। পরে স্পীড বোট নিয়ে টহল দল নোকাটি জব্দ করে। নৌকাটির পাটাতনে বস্তার ভিতর লুকিয়ে রাখা ৪কেজি ১৭৫গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্বার করে। আশপাশ দীর্ঘক্ষণ তল্লাশি করেও কাউকে আটক করতে পারিনি। তবে চোরাকারবারিদের আটক ও চিহ্নিত করতে কার্যক্রম চলমান রয়েছে।

Comment here