টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তুল উলামা পূনরোজ্জীবিত করার লক্ষে টেকনাফে সচেতন ওলামায়ে কেরামদের এক বৈঠক পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেটে পবিত্র কুআনের অবমাননা ও ব্লগার আসাদ নূর কর্তৃক রাসুল (সাঃ) এর শানে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করা হয়। নেতৃবৃন্দ আরো বলেন, পবিত্র কুরআন ও হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা যেখানেই হোক, আমরা তাদের শাস্তি চাই। প্রয়োজনে সর্বস্থরের তওহিদী জনতাকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বুধবার (৯আগষ্ট) বিকাল ২ঘটিকয় পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে উত্তর লম্বরী সায়্যিদিনা মোআবিয়াহ বিন আবী সুফিয়ান (রাঃ) মাদাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওঃ আবদুল হক এর সভাপতিত্বে, সাংবাদিক মুহাম্মদ জুবাইরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উক্ত প্রতিবাদ জানানো হয়। সভা শেষে উত্তর লম্বরী সায়্যিদিনা মোআ বিয়াহ বিন আবী সুফিয়ান (রাঃ) মাদাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুল হক কে আহ্বাযক, সাবরাং দারুল উলুম বড় মাদারার প্রিন্সিপাল মাওলানা নুর আহমদ, কাটাবনিয়া এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মুনির আহমদ, ইসলামাবাদ জামিয়া তাওহিদিয়া মাদরাসার পরিচালক মাওলানা আবদুল্লাহ, ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ তাহের নাঈম কে যুগ্ম আহ্বায়ক, টেকনাফ সদর ইউপি ০৭নং ওয়ার্ড ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ছৈয়দুল ইসলাম মেম্বারকে সদস্য সচিব করে আগামী ২ মাসের জন্য টেকনাফ জমিয়তুল উলামার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
টেকনাফ জমিয়তুল উলামার কমিটি গঠিত : মাও: আবদুল হক আহবায়ক, মাওঃ নুর আহমদ সিনিয়র যুগ্মআহবায়ক,ছৈয়দুল ইসলাম মেম্বার সদস্য সচিব

Comment here