জাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফ পৌরসভায় ইয়াবা ও আইসসহ আটক-১

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মাদক বিরোধী অভিযানে ১ কেজি আইস ও ৩০ হাজার পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার করেছে থানা পুলিশ।
চলমান মাদক বিরোধী অভিযানে এক কেজি আইস ক্রিস্টাল মেথ ও ত্রিরিশ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় মঙ্গলবার (৮মার্চ) রাতের প্রথম প্রহর ১ ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে টেকনাফ পৌরসভার কুলাল পাডা এলাকার মোস্তাক আহমদ (৪২) এর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পরে তার বসতঘরে তল্লাশি করে একটি শপিং ব্যাগে রাখা এক কেজি আইস ক্রিস্টাল মেথ ও ৩০হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃৃত মোস্তাক আহমদ টেকনাফ পৌরসভাধীন কুলাল পাড়া এলাকার মৃত আবুল খয়ের এর ছেলে।এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে ওয়ারেন্ট আসামী হিসাবে তাকে আটক করে মোবাইলে মাদক ও আইসের ছবি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ীতে মাদক ও আইস মওজুদ আছে মর্মে স্বীকার করলে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ১ কেজি আইস ও ৩০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান মাদক নির্মূলে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।###

Comment here