প্রেস বিজ্ঞপ্তি:
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে টেকনাফ পৌরসভাস্থ কলেজ পাড়ার নারী নেত্রী শামীমা আক্তার আকতারার ব্যক্তিগত উদ্যোগে শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে স্থানীয় শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে জনসমাগম এড়িয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ২টায় টেকনাফ পৌরসভার ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ডে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল, ছোলা, পেঁয়াজ, ডাল, তৈল, সেমাই, চিনি, দুধ ও মুড়ি ইত্যাদি ।
এসময় তিনি বলেন, আমি একজন নারী হয়েও মানবিক বিবেচনায় এলাকার অসহায় মানুষের সেবা করার মহান উদ্দেশ্যে আমার প্রানপ্রিয় টেকনাফ পৌরসভার ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। একই সঙ্গে করোনায় মহামারীর এই ক্রান্তি লগ্নে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে সবাই ঘরে থাকুন,নিজে ভালো থাকুন,অন্যকে ভালো রাখুন।
টেকনাফ পৌরসভায় নারী নেত্রী আকতারার ইফতার বিতরণ

Comment here