টেকনাফসারাদেশ

টেকনাফ-মংডু সীমান্ত বানিজ্য : এপ্রিলে সোয়া ১১ কোটি টাকা রাজস্ব আয়


টেকনাফ ভিশন ডেস্ক : 
এপ্রিল মাসে টেকনাফ-মংডু সীমান্ত বানিজ্যে ১১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকার রাজস্ব আয় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত।
টেকনাফ স্থল বন্দরে সদ্য সমাপ্ত এপ্রিল মাসে ৮ কোটি ৫৫ লাখ টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ।
কাষ্টসম সূত্রে জানান, ২০১৭-২০১৮ অর্থ বছরের এপ্রিল মাসে ৩৮৯ টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত। যার আমদানি মূল্য ৬৩ কোটি ৪ লাখ ৮ হাজার টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এই বন্দরে এপ্রিল মাসে ৮ কোটি ৫৫ লাখ টাকা মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অপরদিকে ৪৫ টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ১ কোটি ১০ লাখ ১৫ হাজার টাকার পন্য রপ্তানি করা হয়েছে।
এছাড়া শাহপরীরদ্বীপ করিডোরে ১১ হাজার ৯২৫টি গরু ও ১৯ শত ৫৭টি মহিষ বাবদ ৬৯ লাখ ৪১ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, মিয়ানমার থেকে পণ্য আমদানি-রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরো তৎপরতা বাড়ানো দরকার। এতে আরো বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।

Comment here