কক্সবাজারটেকনাফতথ্য-প্রযুক্তিসারাদেশ

টেকনাফ সীমান্তে বসানো হলো ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’

মুহাম্মদ জুবাইর:
মাদকের ভয়াবহ আগ্রাসন ও যে কোন সন্ত্রাসী কার্য্যক্রম প্রতিরোধকল্পে সীমান্তে বিজিবি’র নজরদারী জোরদারকরণের উদ্দেশ্যে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফে স্থাপিত হলো স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম। প্রাথমিক পর্যায়ে টেকনাফের শাহপরীরদ্বীপ ও সাবরাংয়ের ১০ কিলোমিটার সীমান্ত এলাকায় এ সিস্টেম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শাহপরীরদ্বীপ হয়ে কক্সবাজারের বাইশারি সীমান্ত পর্যন্ত পুরো ৫৫ কিলোমিটার স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম চালু করা হবে। এর ফলে সীমান্তে দুষ্কৃতিকারীদের চলাচল, মাদক ও চোরাচালান রোধসহ যে কোন অপতৎপরতা দমন সম্ভব হবে। ৬ মার্চ (শুক্রবার) বিকাল ৩ টায় বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়ন সদর দপ্তরে উক্ত স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম পরিদর্শন ও দেখতে আসেন সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম। এ টিমে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত ) মোঃ শাহেদ আলী ও বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ),ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি। ২ বিজিবি সদর দপ্তরে স্থাপিত সার্ভিল্যান্স টাওয়ার নিয়ন্ত্রন কক্ষে ১০ কিলোমিটারের আওতায় নাফনদ ও উপকূল সীমান্ত দিয়ে চলাচলকারী সকল কিছু মনিটরের মাধ্যমে পর্যবেক্ষন করেন এবং এসময় উক্ত বিষয়ে উপস্থাপন করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি। লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় স্মার্ট বর্ডার রেসপন্স সিস্টেম ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় এটি একটি মাইল ফলক। শাহপরীরদ্বীপ হয়ে কক্সববজারের বাইশারি পর্যন্ত পুরো ৫৫ কিলোমিটার সীমান্ত জুড়ে পর্যায়ক্রমে এ স্মার্ট সিস্টেম বসবে। উদ্দেশ্য হচ্ছে সীমান্ত সুরক্ষা, ইয়াবাসহ যে কোন মাদক ও চোরাচালান বন্ধ, রোহিঙ্গা অনুপ্রবেশ টেকানো, মানব পাচার প্রতিহত করা। তিনি এসময় সকলের সহযোগীতা কামনা করেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত ) মোঃ শাহেদ আলী সাংবাদিকদের জানান, ‘স্পর্শকাতর বর্ডার এলাকা যেখানে আছে সেখানে এ সিস্টেম চালু করা হবে। যশোর জেলায় কুটখালী সীমান্তের ১০ কিলোমিটার ভিন্ন ভাবে মাটির নীচে দিয়ে সাইন্সটিক কেবল চালু করা হয়েছে। ওই কেবল যদি কেউ পার হয় তাহলে সিগনেল আসবে এবং বিজিবি তাদের সনাক্ত করে ধরছে। এর ফলে চোরাচালান বন্ধের ক্ষেত্রে ভুমিকা পালন করছে। বর্ষাকালে এ সিস্টেম কিছুটাবিটেকনাফ সীমান্তের ১০ কিলো এলাকায় স্থাপিত হলো ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’বিঘ্ন ঘটেছে। সারা বছর চলে কিনা তা মনিটরিং করতে মুলত টেকনাফে আসা। সিস্টেমে যেন ঘাটতি ও দূর্বলতা না তাকে তা ঠিক করা এবং পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য মনিটরিং করা হচ্ছে’। এরপর বিকাল চারটার দিকে শাহপরীর দ্বীপ, সাবরাং সীমান্ত এলাকা পরিদর্শনে যান অতিথিবৃন্ধ।

Comment here