টেকনাফ

টেকনাফ স্থল বন্দর : নভেম্বরে পৌনে ১০ কোটি টাকা রাজস্ব আয়

জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ :
গেলো নভেম্বর মাসে টেকনাফ স্থল বন্দরে পৌনে ১০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বানিজ্যের আওতায় যা টাগের্টের চেয়ে অতিরিক্ত ২ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ২৮ টাকা আয় হলো। জানা যায়, ২০১৭-১৮ অর্থ সালের নভেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের টার্গেট ছিলো ৭ কোটি ১৭ লাখ টাকা। তবে মোট রাজস্ব আয়ের পরিমান ৯ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার ২৮ টাকা। এতে অতিরিক্ত আয় হয় ২ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ২৮ টাকা।
টেকনাফ স্থল বন্দর শুল্ক কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, ৩৬৯ টি বিল অব এন্ট্রির বিপরীতে মিয়ানমার থেকে ৫৯ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ২২৪ টাকার পন্য আমদানী হয়েছে। যার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৭৩ লাখ, ৫৪ হাজার ২৮ টাকা ।
অপরদিকে ৩৮ টি বিল অব এক্সপোর্ট এর বিপরীতে ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৩২৪ টাকার পন্য রপ্তানি মিয়ানমারে রপ্তানী হয়েছে। এছাড়া নভেম্বর মাসে শাহপরীরদ্বীপ গবাদি পশুর করিডোর দিয়ে ১১৯৬৩ টি গরু , ১১১১ টি মহিষ ও ৭৪ টি ছাগল আমদানী বাবদ যার হয়েছে ৬৫ লাখ ৫১ হাজার ৮’শ টাকা ।

Comment here