জাতীয়সারাদেশ

“তটিনীর তট”

“তটিনীর তট”

কনকনে শীতে, গা যাচ্ছে আমার ফেটে,

এরই মাঝে আমার আঙ্গুল, লাগছে তোমার ঠোঁটে।।

ভয় পেয়ে বলছো আমায়, যাও এখান থেকে,

এখনই না গেলে পরে, বসবে যে তুমি বেঁকে।

এভাবে চলতে থাকলে, মিথ্যে অনেক কিছু রটে।।

ভয় পেয়ো না ভয় পেয়ো না, স্পর্শ খারাপ নয়,

মনের ভেতরে কি লুকিয়ে,সেটা আসল বিষয়।

এতক্ষণে সত্য কথা বলছো তুমি, তটিনীর তটে।।

আমি তোমায় ভালোবাসি, এটাই বড় সত্য,

মন চাইলে যাচাই করো, চারিদিকের তথ্য।

যাচাই করে সত্য হলে, তোমার স্পর্শ ন্যায় হবে বটে।।

গীতিকারঃ মোঃ আদিল মাহমুদ।

Comment here