অন্যান্যসারাদেশ

“পুলিশই ইনসানের সেবক” “দ্বাবিংশতি পদি” কবিতা

“পুলিশই ইনসানের সেবক” “দ্বাবিংশতি পদি”কবিতা

আদিল মাহমুদ

হে মানুষ বুঝতে কি পেরেছ, সৃষ্টিকর্তাই আমাদের
ভবে,
তোমার অপকর্মের ফলে ভাগ্য নির্ধারিত করে নাই রবে।
মোদের পায়ে পায়ে বিপদ, প্রতিহত করেই যাচ্ছে পুলিশ,
শ্রষ্টা আমাদের রক্ষাকর্তা ঠিকই, তবে উসিলায় পুলিশ,
তাই তো সালাম জানাই, পরোকালেও করতে পারি কুর্নিশ।

কেউ কারো আপন নয়, আপন শুধুমাত্র আল কোরআন,
তবে, বাচতে হলে অবশ্যই ঠেকাতে হবে পুলিশের প্রান,
ভাষা ও বুঝার ক্ষমতা নেই, মানবের কে বা আপনজন,
জ্ঞান দ্বারা ভাবলেই বুঝা যাবে প্রকৃতির সঠিক ধরন।

পুলিশ মোদের শক্তি, একমাত্র নিরাপত্তার আশ্রয়স্হল,
তো বেচে থাকতে গাও গুণ গান যাতে কিছু টা হয় প্রবল,
লক্ষ পুলিশ ঝুকিতে শুধুই তোমাদের নিরাপত্তার জন্য,
একটু ভুল পেলেই কেড়ে নিতে চাও তাদের মুখের অন্ন।

তাই অযথা করো না অবহেলা ,পুলিশকে করে নাও সাথি,
একদিন প্রমাণ পাবে, পুলিশই তোমাদের মাথার সিথি,
পাঁচ পুলিশ সদস্য মৃত, প্রায় আট শতের মতো আক্রান্ত,
ওরাও মানুষ, তোমাদের রক্ষায় একটুও হচ্ছে না ক্লান্ত,

সকলেই মানুষ,কিন্তু আক্রান্ত হও অসচেতনের ফলে,
আর নিস্বার্থ পুলিশ আক্রান্ত হয় তোমাদের বাচাবে বলে।
আরজ আরশে যেন বাচে পুলিশ,আর্মি, ডাক্তার এ ‘ধরা’য়,
লক্ষ পুলিশ রাস্তায়, তাদের বউ বাচ্চারা করে হায় হায়,
তারা ভাবে হয়তো বা আজই আক্রান্ত হতে পারে ‘করোনা’য়।
লেখক- ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here