টেকনাফ

প্রকাশিত সংবাদ সম্পর্কে রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের সেক্রেটারী আব্দুল্লাহ সবুজের প্রতিবাদ

বার্তা পরিবেশক:গত ৭আগষ্ট বিভিন্ন অনলাইন ও ৮আগষ্ট দৈনিক কক্সবাজার ও সকালের কক্সবাজারে প্রকাশিত “রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের সদস্য মাইনুল ইয়াবাসহ আটক”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে বিশেষ মহলের প্ররোচনায় হ্নীলা রঙ্গিখালী স্টুডেন্ট ফোরামের নামটি ব্যবহার করে প্রতিহিংসার পরিচয় দিয়ে ক্ষান্ত হয়নি সংগঠনের সেক্রেটারী আমি আব্দুল্লাহ সবুজের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়া আহবান জানাচ্ছি। আমি এখন কক্সবাজার আদালতে শিক্ষানবীস আইনজীবী হিসেবে কর্মরত আছি। বিশেষ মহল তা সহ্য ককরতে না পেরে আমাকে ইয়াবা চোরাচালানে জড়িয়ে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে হেয়পন্ন করার পায়ঁতারা শুরু করেছেন। সকলের জ্ঞাতার্থে বলতে চাই এই সংগঠন শুরু থেকে মাদকসহ বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল। গত বছর এই সংগঠন শিক্ষা বিস্তারের লক্ষ্যে বৃত্তি চালু করেছেন। যে কোন সদস্য লোভের বশীভূত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকলে সংগঠন সেই দায়ভার বহন করবেনা। এটাই তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সুতরাং রঙ্গিখালী স্টুডেন্ট ফোরাম একটি সামাজিক প্রতিষ্ঠান। এটি ধ্বংস করার জন্য এটি পরিকল্পিত ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
আব্দুল্লাহ সবুজ
সেক্রেটারী,রঙ্গিখালী স্টুডেন্ট ফোরাম
হ্নীলা,টেকনাফ।

Comment here