ক্রাইমজাতীয়সারাদেশ

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড

প্রেস বিজ্ঞপ্তি : গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে রাত ০২৩৫ ঘটিকায় চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনাকরে ৮ জনসশস্ত্র ডাকাতকে আটক করে বাংলাদশে কোস্টর্গাড। আটককৃতদের কাছ থেেক এ সময় ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এছাড়াও ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা এসময় জব্দ করা হয়েছে। আটককৃত ডাকাতরা হলো(১) মোঃআলী (২৮), পিতা- মৃত মজিবুর রহমান, (২) মোঃ মিজান (১৮), পিতা- মোঃ আব্দুর শুকুর, (৩) মোঃ খোকন (১৮), পিতা-মনিরআহমেদ, (৪) মোঃ বেলাল (২০), পিতা- ছালে আহমেদ, (৫) মোঃ তারেক (১৮), পিতা- মোঃ আব্দু রহিম, (৬) জাবেদ হোসেন (৩২), পিতা- আব্দুস সাত্তার, (৭) হাসিব হোসেন (২১), পিতা- মোঃ ইসমাইল, (৮) মোঃ শাহেদ (২০), পিতা- মোঃ দুদুমিয়া। আটককৃত ডাকাত সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটককৃত ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Comment here