উখিয়াক্রাইমদৃষ্টিপাত

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আল ইয়াকিন সদস্যের উৎপাতে সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ

ফরিদুল আলম : উখিয়া উপজেলার বালুখালী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী উগ্রপন্থী সংগঠন আল ইয়াকিনের এক সদস্যের হয়রানি ও উৎপাতে সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ হয়ে উঠেছে।
ভূক্তভোগী সুত্রে জানা যায়,বালুখালীতে স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা আহমদ হোছনের পুত্র ও উগ্রপন্থি সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ তাহের প্রকাশ তাকের পেশীশক্তি ও অর্থের দাপটে পাশ^বর্তী বস্তিতে অবস্থানকারী সাধারণ রোহিঙ্গাদের মারধর,নানা ধরনের হুমকি প্রদান করে আসছে বলে জানা গেছে। এই আল ইয়াকিন সদস্যের অব্যাহত হুমকি-ধমকি এবং চোরাই পথে মিয়ানমার আসা-যাওয়ার কারণে বেপরোয়া হয়ে উঠেছে। সৃষ্ট বিশাল বাহিনীর কারণে তার রাম-রাজত্ব অব্যাহত থাকায় সাধারণ রোহিঙ্গারা মুখ খুলতে পারছেনা। উপরোক্ত বিষয়ে অভিযুক্ত আল ইয়াকিন সদস্য মোঃ তাকেরের মুঠোফোন (০১৮৮১-৬০৪৫১১) যোগাযোগ করে বক্তব্য নিতে চাইলে সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করায় বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ রোহিঙ্গা নিরাপত্তা নিশ্চিত করে উগ্রপন্থি কর্মকান্ড বন্ধ করার জন্য নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Comment here