টেকনাফসারাদেশ

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত করতে হবে- চুসাটের সাথে সৌজন্য সাক্ষাতে চবির ভিসি

ফরিদুল আলম, হ্নীলা:
চুসাট প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং টেকনাফে মাদক দমনে কাজ করতে সর্বাতœক সহায়তার আশ্বাস প্রদান করেন। সুত্র জানায়,২২ আগষ্ট সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন (চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব টেকনাফ) চুসাটের কার্যনির্বাহী পরিষদ সভাপতি জাহেদ হোসাইন পুলক ও সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী,প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ শিরিন আখতার,রেজিষ্টার প্রফেসর ডঃ কামরুল হুদা,প্রক্টর আলী আজগর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ভিসি বলেন,তোমরা জাতির কর্ণধার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে তোমাদের কাজ করতে হবে এবং পাশাপাশি টেকনাফে মাদকের বিরুদ্ধে তোমাদের সোচ্চার ভুমিকা রাখতে হবে। এসব কর্মকান্ডে যেকোন প্রয়োজনে আমি তোমাদের সাথে থাকব। তিনি মাদক বিরোধী যেকোন কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজনে টেকনাফ যাওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় মনযোগী হওয়ার কথাও বলেন। প্রো-ভিসি বলেন,ছাত্র ফোরাম শিক্ষার্থীদের জন্য খুবই উপযুক্ত ও দরকারি একটি প্লাটফর্ম। তোমাদেরকে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। নিজের শেকড়ের কথা বলতে গিয়ে তিনি কক্সবাজরের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও বিশ্ববিদালয় রেজিষ্টার ও প্রক্টর শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয়ে প্রকৃত শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে সমাজের জন্য কাজ করতে বলেন। সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও চুসাটের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদ বলেন,টেকনাফে শিক্ষা বিস্তারে তোমাদের যেমন কাজ করতে হবে,তেমনি মাদকের থাবা থেকে শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষা করার দায়িত্বও তোমাদের। সংগঠনের সভাপতি জাহেদ হোসাইন পুলক বলেন,ভিসি স্যারসহ অন্যান্য স্যারদের সাথে সাক্ষাত করে আমরা আরও দৃঢ়চিত্তে মনোবল পেয়েছি। স্যারদের উপদেশ ও পরামর্শ মেনে আমরা শিক্ষা বিস্তার ও টেকনাফকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কাজ করে যাব ইনশা আল্লাহ। ঈদুল আযহা পরবর্তী টেকনাফে মাদক বিরোধী কর্মসূচী গ্রহণের কথাও বলেন তরুণ এই ছাত্র নেতা। সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন,আমরা স্যারদের উপদেশগুলো পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। এক্ষেত্রে সমাজ সচেতন ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন তিনি। সৌজন্য সাক্ষাতের সময় চুসাটের সিনিয়র সহসভাপতি মোঃ হোসাইন,শফিকুর রহমান,যুগ্নসম্পাদক নেওয়াজ মুর্শেদ রাসেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাঁধন,রহিমুল্লাহ আল নোমান,অর্থ সম্পাদক শুভ পাল,প্রচার সম্পাদক আমানুল্লাহ নাহিন,সহ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম,শিক্ষা সম্পাদক সাইফুল্লাহ মনসুর,সহসম্পাদক ইদ্রিস খান মুরাদ,কার্য নির্বাহী সদস্য আজিজ উল্লাহ,সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comment here