এক্সক্লুসিভজাতীয়সংস্কৃতিসারাদেশ

“ভালমনের ভালবাসা” ‘অষ্টাদশ পদি কবিতা’

“ভালমনের ভালবাসা” ‘অষ্টাদশ পদি কবিতা’
বৈশিষ্ট্য : কবিতার নামও আঠার বর্ণের।

ভালবাসা ছিল যত মোর, দিয়ে ছিলাম তোমায়,
একটুও রাখিনি হিয়ায়, কাউকে দিব বিধায়,
অনুরাগ ঐশ্বরিক, ক্ষমতা নাই এই ধরা’য়,
তবু মন বলতে চায়, সচেতনতার ধারায়।

মনোরমে কহিলাম, অবলা সুন্দরী কিশোরী কে,
বিনিময়ে নিজের স্বার্থে,ছুড়ে ফেলে দিয়েছি তাকে,
একবারও কি আসেনি মনে, সে কোথায় বা থাকে,
নিজের কর্মের ব্যস্ততায়, ভুলিয়াছি অভাগীকে।

আমি ছিলাম না বিবেকহীন, অসৎ পথচারী,
কর্ম দোষে, বাঁচার তাগিদে হয়ে যাই হঠকারী,
মনোহর ছিল মোদের মাঝে, ভ্রম প্রত্যক্ষকারী,
আমি যে সহজ সরল, মনে ছিল না ছাড়া ছাড়ি।

বিবেক কলুষিত, ক্ষমা চাওয়ার সুযোগ নাই,
কেউ হারিয়ে গেলেও, হয় নতুনের কাছে ঠাই,
জীবন শুরু হবেই, তাতে থাকে না কোন বালাই,
ক্ষমা দূরের কথা, তাকে একবার দেখতে চাই,
সে থাকে যে অনেক দূরে, ভুলের ছলে ঠেলে যাই।
সমুদ্রের ঐ পারে সে, দূরত্বই “করোনা”র ছাঁই

লেখক- আদিল মাহমুদ
ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here