আন্তর্জাতিকটেকনাফ

মিয়ানমারে তিন দিন ধরে আটকা রয়েছে ৩ জেলে

index
কক্সবাজার প্রতিনিধি-
মিয়ানমারে আটকা রয়েছে ৩ জেলে । ২ নভেম্বন বুধবার সন্ধ্যা ৭ টার নাফ নদে জালের খুিটঁ পুততে গিয়ে এরা মিয়ানমার বর্ডার গাড পুলিশের হাতে ধরা পড়েন। এরা হচ্ছেন পৌর এলাকার চৌধুরী পাড়ার কবির আহমদের ছেলে হামিদ হোসেন (৪০), মোঃ ইসলামের ছেলে মোঃ ইসমাইল কালাইয়া (৩২), দক্ষিন জালিয়া পাড়ার সেকান্দার আলীর ছেলে নুর হোসেন (৪৫)। এ সময় পালিয়ে আসতে সক্ষম হন চৌধুরী পাড়ার মৃত হাসানের ছেলে পুতুইয়া (৩২)।
বিভিন্ন সুত্র জানা গেছে , বাংলাদেশী বেশ কয়েকটি ফিশিং বোট সেই দিন নাফ নদে জাল ফেলার খুটিঁ পুততে রওয়ানা দেয় । এদের মধ্যে বেশ কয়েকটি ফিশিং বোট নিয়ে জেলেরা খুটিঁ পুততে পুততে মিয়ানমার সীমান্তে চলে যায় । এতে এক পর্যায়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এদের ধাওয়া করে । এসময় ধরা পড়ে বাংলাদেশী ৩ জেলে । নাফ নদী সাতঁরিয়ে পালিয়ে আসেন একজন। এ খবর পেয়ে, এদের আত্বীয় স্বজনরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে এদের ফেরত আনতে। কিন্তু ব্যর্থ হন তারা। পরে ৪ নভেম্বর শুক্রবার ৩ জেলের স্বজনরা বিজিবি ২ ব্যাটলিয়ান কমান্ডার বরাবরে লিখিত আবেদন করে বাংলাদেশী জেলেদের ফেরত আনার জন্য।
বিজিবি ২ ব্যাটলিয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক আবু রাসেল সিদ্দিকী জানান, বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ৩ বাংলাদেশী জেলের ফেরত আনার বিষয়টি সমাধান হয়ে যাবে বলে মন্তব্য বরেন তিনি।

Comment here