কক্সবাজারজাতীয়সারাদেশ

মিয়ানমার হতে সাগরপথে ইয়াবার চালান কক্সবাজারে ; র‌্যাবের হাতে ১৩ লাখ ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক-২

মিয়ানমার হতে ইয়াবার বড় ধরনের চালান সাগর পথ হয়ে কক্সবাজার আসার পথে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৩লাখ ইয়াবা ও ফিশিং বোট নিয়ে রোহিঙ্গা নাগরিকসহ ২জনকে আটক করেছে।
র‌্যাব সুত্র জানায়, গত ২৩ আগষ্ট সন্ধ্যা ৬টারদিকে সাগর হতে মাছর আহরণ করে কক্সবাজার শহরের মাঝির ঘাটে ফেরার পথে মিয়ানমার হতে বড় ধরনের ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালিয়ে ১৩ লাখ ইয়াবা ও ফিশিং ট্রলার, ব্যবহৃত মুঠোফোন এবং নগদ ১০হাজার ৯শ টাকাসহ বালুখালী ১৩নং ক্যাম্পের ইউছুপ মাঝির অধীনে ব্লক-এইচ/১৬ এর বাসিন্দা মোঃ রশিদ আহমদের পুত্র মোঃ আয়াছ (৩৪) এবং কক্সবাজার সদর থানার পাওয়ার হাউজ সংলগ্ন ঝিলংজা দক্ষিণ হাজী পাড়ার মৃত আব্দুল মজিদের পুত্র বিল্লাল হোসেন (৪৫) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###

Comment here