বিশেষ প্রতিনিধি, টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন, বিজয় র্যালী, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। জানা যায়, ১৬ ডিসেম্বর শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক এবং ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য এক র্যালী স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রঙ্গিখালী মাদ্রাসা ক্যাম্পাস ও ষ্টেশন সড়ক প্রদক্ষিণ করেন। এর পর খেলাধুলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাষ্টার শাকের আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন টিপু। শিক্ষক নুরুল আলম আজাদের পরিচালনায় উক্ত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য মো: ইদ্রীছ, মাইন উদ্দিন, হাসান আলী পিন্টু। অনুষ্টান শেষে বাঙ্গালী জাতির বিজয়ে আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মো: আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, টেকনাফে প্রাথমিক বিদ্যালয় সমূহে ২০১৭সনের বার্ষিক পরীক্ষা চলছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৭ডিসেম্বর রঙ্গিখালী স্কুলে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্টিত হবে। বার্ষিক পরীক্ষার কারণে ক্রীড়া অনুষ্টান এবং আলোচনা সভা সকালেই শেষ করা হয়েছে। তবে স্কুলটিতে বিজয় দিবসের অন্যান্য কর্মসূচী যথাযথভাবে পালিত হচ্ছে।#
রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত
ডিসেম্বর ১৬, ২০১৭0

Related Articles
অক্টোবর ২৭, ২০১৬0
জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক নুরুল হুদার ফেসবুক আইডি হ্যাক:থানায় জিডি
বার্তা পরিবেশক:সদ্য ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক নুরুল হুদার ফেসবুক আইডি হ্যাক করে সংগঠন বিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি দুস্কৃতকারী চক্র। এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় জিডি করা হয়েছে। ২৭
Read More
নভেম্বর ১৪, ২০১৭0
হ্নীলায় নলকূপে এসিড দিয়ে ক্ষতির চেষ্টাকারীরা বেপরোয়া!
বিশেষ প্রতিবেদক : হ্নীলায় জমি বিরোধের জেরধরে নলকূপে এসিড প্রয়োগ করে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভূক্তভোগীরা স্বাভাবিক দিনযাপন নিশ্চিত করতে চিহ্নিত এসব অপরাধীদের আইনের আওতায় আনা
Read More
অক্টোবর ২৫, ২০১৬0
হ্নীলা বাসষ্টেশনে তীব্র যানজট :দেখার কেউ নেই!
এম,আবদুল হক:টেকনাফের অন্যতম জনবহুল হ্নীলা বাসষ্টেশনের যানজট নিয়ন্ত্রণের কেউ না থাকায় ভোগান্তিতে পড়ে অতিষ্ঠ হয়ে উঠছে যাত্রী ও সাধারণ মানুষ। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশা
Read More
Comment here