টেকনাফসারাদেশ

লেংগুরবিলে সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

নিজস্ব প্রতিনিধি:
টেকনাফে সাইফুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় এসএসসি পড়ুয়া ছাত্র আহত হয়েছে । আহত হচ্ছে লম্বরী মল্কা বানু উচ্ছ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র (এসএসসি পরীক্ষার্থী) মোঃ আব্সার উদ্দিন (রোল নং-১১৩)। ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৭টায় সদর ইউনিয়নের পর্যটন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় নুর মোহাম্মদ বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, উত্তর লেংগুরবিলের ঝৈয়দ হোছাইনের পুত্র মোঃ সাইফুল ইসলাম(৩০), মোঃ রফিকুল ইসলাম (২০), নজু মিয়ার পুত্র ছৈয়দ হোছন(৫০), মোঃ হোছন(৩০) ও মৃত মাহমুদুল্লাহর পুত্র মোঃ আয়াজ মিয়া(২৭)।
থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত ৭ টার দিকে বড় মসজিদের সামনে মোঃ আব্বাছ উদ্দিনকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তাকে কেন অহেতুক গালিগালাজ করা হচ্ছে জানতে চাইলে তাদের হাতে থাকা হাতুড়ী, ষ্টীলের রিং, দিয়ে এলোপতাড়ি মারধর করে রক্তাক্ত ও গুরুত্বর আহত করে। এসময় আসামীরা ১ লাখ টাকা মুল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও একটি মোবাইল চিনিয়ে নেই। আহত মোঃ আব্বাছ উদ্দিন এর শৌরচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে বিবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে আহত মোঃ আব্সার উদ্দিন গুরুতর আহত হয়ে টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Comment here