টেকনাফ

লেদার দুই পরিবারের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ীরা অধরা শীর্ষক সংবাদের প্রতিবাদ

গত ২১আগষ্ট দৈনিক কক্সবাজার ৭১পত্রিকায় প্রকাশিত“টেকনাফে লেদার দুই পরিবারের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা এখনো অধরা”শীর্ষক সংবাদের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা প্রতিপক্ষের সাজানো ষড়যন্ত্র এবং তথ্য সন্ত্রাস ছাড়া কিছুই না। আমি দীর্ঘদিন যাবত নয়াপাড়া শরণার্থী ক্যাম্প ও লেদা রোহিঙ্গা বস্তিতে বিভিন্ন এনজিও সংস্থার ঠিকাদারী করে আজকের অবস্থানে এসেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন,এলাকায় দীর্ঘদিনের দুইটি গ্রুপিংয়ের কারণে একপক্ষ অপর পক্ষকে সহ্য করতে না পেরে এই জাতীয় মিথ্যা সংবাদের আশ্রয় নিয়েছে। এমন কি আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করে বসত-বাড়িতে তল্লাশী পর্যন্ত চালিয়ে হয়রানি করেছিল। কিন্তু কোন অবৈধ মালামাল পায়নি। তবুও প্রতিপক্ষ মহল নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি যেহেতু কোন অপরাধের সাথে জড়িত নই;সেহেতু এলাকায় স্বাভাবিকভাবে অবস্থান করছি। আমি সাংবাদিক ভাইদের এই জাতীয় স্পর্শঁকাতর সংবাদ পরিবেশনে সর্তক থাকার আহবান জানাচ্ছি। অন্যথায় আমি আইনের আশ্রয় গ্রহণ করব। সুতরাং এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভিত্তিহীন সংবাদে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোহাম্মদ আলম
পিতা-মৃত লাল মিয়া
লেদা,হ্নীলা,টেকনাফ।

Comment here