ক্রাইমটেকনাফ

শাহপরীর দ্বীপে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় অভিযোগ দায়ের

বিশেষ প্রতিবেদক : শাহপরীর দ্বীপে পূর্ব শত্রুতার জেরধরে বসত-বাড়িতে অগ্নিসংযোগ করে স্বর্ণালংকার ও আসবাবপত্র লুটের ঘটনায় ১১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, ২৬ এপ্রিল সকালে টেকনাফ শাহপরীর দ্বীপস্থ ডেইল পাড়ার চাকরীজীবি নাছির উদ্দিনের স্ত্রী রাজিয়া সোলতানা বাদী হয়ে ১১ জনকে নামীয় আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত স্বাপেক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য এসআই সোহেল মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাদী-বিবাদী স্থানীয় বাসিন্দা এবং উভয়ের মধ্যে বসত-ভিটার জমি নিয়ে বিরোধ ও জি/আর ৩৩৬/১৩ইং মামলা চলে আসছে। এই কারণে বিবাদীরা প্রায় সময় মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। কিন্তু গত ২/৩দিনধরে রাজিয়া বাপের বাড়িতে অবস্থানের সুযোগে প্রতিপক্ষ গত ২৫ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টারদিকে অভিযুক্তরা মিলে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং ৪লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম রেজু অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করলেও আগুনের উৎপত্তি সম্পর্কে জানতে পারেনি বলে জানান। অভিযুক্ত আসামীরা এতই প্রভাবশালী যে,এলাকায় তাদের বিরুদ্ধে কথা বললে প্রাণনাশের ঝুঁকি রয়েছে তাই গৃহিনী রাজিয়া সোলতানা নিরাপত্তার স্বার্থে আইনের আশ্রয় নিয়েছেন।

Comment here