কক্সবাজারজাতীয়টেকনাফসারাদেশ

শাহপরীর দ্বীপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত : অবমাননাকারী ফ্রান্সের বিরুদ্ধে ঈমানদীপ্ত স্লোগানে প্রকম্পিত ছিল রাজপথ

মুহাম্মদ জুবাইর, টেকনাফ:

রাসুল (সঃ) কে অবমাননার প্রতিবাদে শাহপরীর দ্বীপে সচেতন মুসলিম সমাজের ব্যনারে বিশাল প্রতিবাদ সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর (জুমাবার)বাদ জুমাবার বিকাল ২টায় রাস্তার মাথা বাজারে, মাহাদ আবু বকর ছিদ্দিক (রা:) মাদরাসা’র পরিচালক মাওঃ নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-মাওঃজুনাইদ ইমাম ও খতিব তিন রাস্তার মাথা জামে মসজিদ, মাওঃ জামাল উদ্দীন পরিচালক দারুল ঈমান ,
মাওঃজায়নুল আবদিন পরিচালক বড় মাদ্রাসা, মাওঃরেজাউল করিম পরিচালক দুরুচ্ছাকাফা, হাফেজ বদরুল আলম পরিচালক দারুশশরীয়াহ মাদরাসা, মাষ্টার জসিম উদ্দীন সিনিয়র শিক্ষক শাহপরীর দ্বীপ,বড় মাদ্রাসা, মাওঃ রহমত উল্লাহ সভাপতি সত্যের ডাক সংগঠন শাহপরীর দ্বীপ, মাওঃ আতিক সাবেক ইমাম ও খতিব ইয়াহিয়া গ্রুপ চট্টগ্রাম, মাওঃ উসামা বিন আমান সহকারি পরিচালক দারুশশরীয়াহ মাদরাসা, নুরুল আফছার , মাষ্টার আজম উল্লাহ শিক্ষক মাহাদ আবু বকর ছিদ্দিক (রা:) মাদ্রাসা প্রমুখ।
মিছিলকারীরা রাসুলে কারীম স. এর অবমাননাকারী ফ্রান্সের বিরুদ্ধে ঈমানদীপ্ত স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোন মুসলমানই বরদাশত করতে পারেন না। মুসলমানেরা নিজেদের জান-মাল, সন্তান-সন্ততিসহ সবকিছুর চেয়ে প্রিয় নবীজী স. কে অধিক ভালোবাসেন। তাই নবী কারীম স. এর শান-মান ও আদর্শ রক্ষায় নিজেদের জান দিতেও প্রস্তুত।
বক্তারা আরও বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে রাসুলে কারীম স. এর চরম অবমাননা করে বিশ্বের দুইশ কোটি তৌহিদী জনতার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অনতিবিলম্বে মহানবী স. এর অবমাননা বন্ধ না করলে এ আন্দোলনের দাবানলে ফ্রান্সের মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। বক্তারা অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, রাষ্ট্রীয়ভাবে নবী করীম স. এর অবমাননার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহন এবং ফ্রান্সের সবধরণের পণ্য বর্জন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান। সেই সাথে নবীপ্রেমিক তৌহিদী জনতাকেও এসব দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

Comment here